
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতের পর ঘোষিত যুদ্ধবিরতিকে ‘ঐতিহাসিক বিজয়’ হিসেবে আখ্যায়িত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শনিবার মধ্যরাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই মন্তব্য করেন। খবর বিবিসি।
শাহবাজ শরিফ বলেন, “আমরা শান্তিকামী জাতি। কোটি কোটি মানুষের বাস পাকিস্তানে। তাই সবার মঙ্গল চিন্তা করে আমরা এই যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিয়েছি।” তিনি এসময় পাকিস্তানের সেনাবাহিনী, নৌবাহিনী ও সশস্ত্র বাহিনীর ভূমিকায় সন্তোষ প্রকাশ করে তাঁদের ধন্যবাদ জানান।
ভাষণে যুক্তরাষ্ট্র ও চীনের অবদানের কথা উল্লেখ করে পাক প্রধানমন্ত্রী বলেন, “চীন আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বাসযোগ্য বন্ধু, আর যুক্তরাষ্ট্র সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।” তিনি সৌদি আরব, কাতার, তুরস্ক ও যুক্তরাজ্যকেও আন্তরিক ধন্যবাদ জানান।
তবে ভারতের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেননি শাহবাজ শরিফ। বরং তিনি পানিবণ্টন, কাশ্মিরসহ বিতর্কিত বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর ওপর জোর দেন।
পাক প্রধানমন্ত্রী আরও বলেন, কেউ পাকিস্তানের স্বাধীনতাকে চ্যালেঞ্জ করলে দেশ প্রতিরোধে প্রস্তুত রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবকিছু করবে।