আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম বন্ধের অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে ‘আনন্দিত’ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মন্তব্য করেন।
বিবৃতিতে তিনি বলেন, “বিলম্বে হলেও ফ্যাসিবাদী সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত সম্পন্ন করার স্বার্থে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, তাকে আমরা স্বাগত জানাই।”
তিনি জানান, গত ১০ ফেব্রুয়ারি ও ১৬ এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে আওয়ামী লীগকে ‘মানবতাবিরোধী অপরাধে দায়ী রাজনৈতিক দল হিসেবে বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করার’ দাবি জানানো হয়। সেই ধারাবাহিকতায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলেও বিএনপি মনে করে।
মির্জা ফখরুল বলেন, “আমরা বহুবার বলেছি, আইনি প্রক্রিয়ায় ফ্যাসিবাদী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব এবং সেটাই উচিত। আমরা অতীতে প্রশাসনিক আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধের বিরোধিতা করেছি। এমনকি বিগত সরকারের আমলে জামায়াতে ইসলামীর নিষেধাজ্ঞার ঘোষণার বিরুদ্ধেও আমরা অবস্থান নিয়েছিলাম।”
বিএনপি মহাসচিব আরও বলেন, “ফ্যাসিবাদী শাসনকালে গুম, খুন, নিপীড়ন ও অপশাসনের বিচার করার জন্য সরকার যে আইন সংশোধন করছে, তা সঠিক সিদ্ধান্ত। তবে আগেভাগে এই সিদ্ধান্ত নিলে সরকারকে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাপের মুখে পড়ে এমন বিব্রতকর অবস্থায় পড়তে হতো না।”
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের অব্যাহত লড়াইয়ের কথা তুলে ধরে তিনি বলেন, “১৬ বছর ধরে জনগণ ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাচ্ছে। কিন্তু এখনো গণতন্ত্রের রোডম্যাপ ঘোষণা করা হয়নি। এর ফলে জনমনে ক্ষোভ সৃষ্টি হচ্ছে। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাই, এই বিষয়ে যেন তারা দ্রুত পদক্ষেপ নেয়।”