
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ড. মুহাম্মদ ইউনূস ৩০ জুনের পর আর একদিনও দায়িত্বে থাকবেন না। রোববার (২৫ মে) প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের ২০ জন নেতার বৈঠকের পর সাংবাদিকদের সামনে তিনি এই কথা বলেন।
প্রেস সচিব জানান, বৈঠকে সকল রাজনৈতিক নেতা প্রধান উপদেষ্টার কার্যক্রমের প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, “আমরা যে সংস্কার করছি, বিচার কাজ শুরু করেছি, নির্বাচনের কার্যক্রম এগিয়ে নিচ্ছি—এসবের প্রতি সবাই একমত ও সহমত পোষণ করেছেন।”
শফিকুল আলম আরও জানান, প্রধান উপদেষ্টা সবাইকে আশ্বস্ত করেছেন যে, নির্বাচন জুন মাসের মধ্যেই সম্পন্ন হবে। তিনি কোনোভাবেই ৩০ জুন পেরিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ বাড়াবেন না। রাজনৈতিক নেতারাও এতে সন্তোষ প্রকাশ করেছেন এবং সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
এই ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনকালীন সরকারের প্রতি আস্থা ও নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে জনগণের মধ্যে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে।