
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে এবার মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘উন্মাদ’ বলে আখ্যা দিয়েছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, “ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমার সবসময় ভালো সম্পর্ক ছিল, কিন্তু তার কিছু একটা হয়েছে। তিনি পুরোপুরি পাগল হয়ে গেছেন! তিনি অকারণে বহু মানুষকে হত্যা করছেন, আর আমি শুধু সেনাদের কথা বলছি না। কোনো কারণ ছাড়াই ইউক্রেনের শহরগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হচ্ছে।
ট্রাম্প আরও সতর্ক করেন, পুতিন যদি পুরো ইউক্রেন দখলের চেষ্টা করেন, তাহলে তা রাশিয়ার জন্য চূড়ান্ত পতনের কারণ হতে পারে। তার ভাষায়, “আমি সবসময়ই বলে আসছি—তিনি পুরো ইউক্রেন চান, কেবল এক টুকরো নয়। এবং এখন মনে হচ্ছে, আমি ঠিকই ছিলাম।
অন্যদিকে, আন্তর্জাতিক বার্তা সংস্থা Reuters জানিয়েছে, গত শনিবার ইউক্রেনে রাশিয়ার ইতিহাসের সবচেয়ে বড় বিমান হামলা হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী দাবি করেছে, ওই দিন সন্ধ্যা ৭টার পর থেকে রাশিয়া একযোগে রেকর্ড ৩৬৭টি ক্ষেপণাস্ত্র, ইউএভি এবং ড্রোন হামলা চালিয়েছে। এতে অন্তত ১২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশুও রয়েছে।
বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার কূটনৈতিক সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে। অন্যদিকে ইউক্রেনের পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে, যা আন্তর্জাতিক অঙ্গনেও উদ্বেগ সৃষ্টি করেছে।
সূত্র: Reuters, BBC, Truth Social