
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের আন্তর্জাতিক বিমানবন্দরে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও তাঁর স্ত্রী ব্রিজিট ম্যাক্রোঁর মধ্যকার এক ‘অস্বাভাবিক’ মুহূর্তের ভিডিও সম্প্রতি বিশ্ব গণমাধ্যমে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়া সফরের অংশ হিসেবে ভিয়েতনাম পৌঁছানোর সময় এই ঘটনাটি ঘটে।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় বিমানের দরজা খোলা অবস্থায় প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে বিমানের ভেতরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। একই সময় স্ত্রীর দিকে কঠোর ভঙ্গিতে তাকিয়ে ছিলেন তিনি। মুহূর্তের মধ্যে ব্রিজিট ম্যাক্রোঁ তাঁর স্বামীর মুখের দিকে হাত বাড়িয়ে কিছু একটা বলেন বা হালকা ধাক্কা দেন বলে ভিডিওতে দেখা যায়। এ সময় ম্যাক্রোঁ কিছুটা হতবাক দেখাচ্ছিলেন। এরপর দুইজন একসঙ্গে সিঁড়ি বেয়ে নামলেও ম্যাক্রোঁর হাত ধরার পরিবর্তে ব্রিজিট কেবল সিঁড়ির রেলিং ধরেই নেমে যান।
ব্রিটিশ দৈনিক দ্য সান এক প্রতিবেদনে উল্লেখ করেছে, সম্ভবত বিমানের অভ্যন্তরে এই দম্পতির মধ্যে কোনো ‘বিস্ফোরক’ তর্কের ঘটনা ঘটেছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার ঝড় তোলে।
শুরুর দিকে এলিসি প্যালেস এই ভিডিওকে ভুয়া বলে দাবি করলেও, পরে ফরাসি গণমাধ্যম এবং অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-এর লাইভ ভিডিও থেকে নিশ্চিত হওয়া যায়—ঘটনাটি বাস্তব এবং ঘটনার ভিডিও ফুটেজ সম্পূর্ণ নির্ভরযোগ্য।
ফরাসি পত্রিকা লে ফিগারোকে দেওয়া বক্তব্যে প্রেসিডেন্ট ম্যাক্রোঁর ঘনিষ্ঠ এক সূত্র জানান, “তাদের মধ্যে ঝগড়ার মতো পরিস্থিতি হয়েছিল, তবে এটি একধরনের ব্যক্তিগত ঘনিষ্ঠ মুহূর্তও ছিল।”
উল্লেখ্য, ইমানুয়েল ম্যাক্রোঁ বর্তমানে দক্ষিণ-পূর্ব এশিয়ার এক সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় সফরে রয়েছেন, যেখানে তিনি ভিয়েতনাম, ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুর সফর করবেন বলে জানানো হয়েছে।