
আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদক: সচিবালয়ে ঢুকে হামলা, সরকারি গাড়ি ভাঙচুর এবং হত্যাচেষ্টার অভিযোগে চার তরুণকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারদের মধ্যে একজন সামাজিক মাধ্যমে ভিডিও বার্তায় বলেছিলেন—‘টাকা তুলে শেখ হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনব।’
বৃহস্পতিবার (২৪ জুলাই) ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম গণমাধ্যমকে জানান, বুধবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে অন্যতম হলেন—কুমিল্লার মুরাদনগরের শাকিল মিয়া (১৯), যিনি শেখ হাসিনাকে ফেরানোর সেই মন্তব্য করেছিলেন।
গ্রেপ্তার বাকি তিনজন হলেন—ব্রাহ্মণবাড়িয়ার আশিকুর রহমান তানভীর (১৯), বরিশালের জেফরী অভিষেক সিকদার (২১) এবং কুমিল্লার লাকসাম থানার পশ্চিমগাঁওয়ের আবু সফিয়ান (২১)।
ডিসি মাসুদ আলম বলেন, “গ্রেপ্তারদের মধ্যে শাকিল ওই বক্তব্য দিয়েছিল—যেটি আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। সচিবালয়ে হামলার ঘটনায় তাদের প্রত্যক্ষ সংশ্লিষ্টতা পাওয়া গেছে। আদালতে তাদের পাঠানো হয়েছে এবং বাকি জড়িতদেরও শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে।”
উল্লেখ্য, সচিবালয় দেশের প্রশাসনিক কেন্দ্র। সেখানে নিরাপত্তা ভেঙে হামলার মতো ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে।
এসজি/এসএফ




























