
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে ইউরোপের অন্যতম প্রভাবশালী দেশ ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দিয়েছেন, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফ্রান্স ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।
এই ঘোষণা তিনি দেন স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টার দিকে নিজের অফিসিয়াল এক্স (টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, দীর্ঘদিন ধরে চলা সংঘাত নিরসনে আন্তর্জাতিকভাবে এটি হতে পারে একটি বড় অগ্রগতি।
“গাজায় যুদ্ধ থামান, শান্তির পথ দেখান” ম্যাক্রোঁ
ইমানুয়েল ম্যাক্রোঁ তাঁর পোস্টে বলেন, এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো গাজায় যুদ্ধের অবসান এবং সাধারণ মানুষের জীবন রক্ষা করা। আমাদের একটি অবিলম্বে যুদ্ধবিরতি দরকার, বন্দীদের মুক্তি নিশ্চিত করতে হবে এবং গাজার জনগণের জন্য বিশাল মানবিক সহায়তা পাঠানো প্রয়োজন।
তিনি আরও বলেন, একইসঙ্গে হামাসকে নিরস্ত্র করতে হবে, গাজার পুনর্গঠন করতে হবে এবং তা যেন নিরাপত্তার মধ্যে হয়, সেটাও নিশ্চিত করতে হবে।
ম্যাক্রোঁর মতে, এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হলো একটি টেকসই ফিলিস্তিন রাষ্ট্র গঠন। এজন্য ফিলিস্তিনকে নিরস্ত্রীকরণের পাশাপাশি ইসরায়েলকে পূর্ণ স্বীকৃতি দিতে হবে। আর এই পদক্ষেপই গোটা অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে সহায়ক হবে বলে তিনি বিশ্বাস করেন।
ফরাসি প্রেসিডেন্ট জানান, তিনি এই প্রতিশ্রুতি ইতিমধ্যে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে একটি চিঠির মাধ্যমে জানিয়ে দিয়েছেন। এক্স পোস্টে তিনি লেখেন, ফরাসি, ইসরায়েলি, ফিলিস্তিনি, ইউরোপীয় এবং আন্তর্জাতিক অংশীদারদের দায়িত্ব এখন প্রমাণ করা যে, শান্তি সম্ভব। ফ্রান্স এই শান্তির পথে দৃঢ় প্রতিজ্ঞ।
এই ঘোষণার পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে ফিলিস্তিন প্রশ্নটি আলোচনায় এসেছে। অনেকেই মনে করছেন, ফ্রান্সের এই স্বীকৃতি ফিলিস্তিনের রাষ্ট্রীয় পরিচয় প্রতিষ্ঠায় একটি বড়ধরনের কূটনৈতিক বিজয় হতে পারে।
সূত্র: আলজাজিরা।




























