
আওয়ার টাইমস নিউজ।
মুসলিম বিশ্ব ডেস্ক: দুই দেশের সম্পর্কে নতুন মোড় আনতে মালদ্বীপ সফর করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার শুরু হওয়া দুদিনের এই সফরে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুর সঙ্গে বৈঠককালে মোদি ৫৬ কোটি ৬৫ লাখ মার্কিন ডলারের ঋণ সহায়তার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরুর কথাও জানিয়েছেন তিনি।
দক্ষিণ এশিয়ার এই ছোট দ্বীপরাষ্ট্রটিতে চীনের ক্রমবর্ধমান প্রভাবের মুখে ভারতের প্রভাব ধরে রাখতে এ সফরকে গুরুত্বপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে প্রেসিডেন্ট মুইজ্জু ক্ষমতায় আসার পর থেকেই মালদ্বীপের পররাষ্ট্রনীতিতে চীনের দিকে ঝোঁক দেখা যায়। শপথ নেওয়ার পরপরই মুইজ্জু প্রথম রাষ্ট্রীয় সফর করেন বেইজিংয়ে। এছাড়া মালদ্বীপে মোতায়েন থাকা ভারতীয় সামরিক দলের একটি অংশ প্রত্যাহারেও তিনি উদ্যোগী হন, যা দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি করেছিল।
তবে সম্প্রতি আর্থিক সংকটে পড়া পর্যটননির্ভর মালদ্বীপকে সহায়তা করতে ভারত এগিয়ে আসে। বৈদেশিক ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ার ঝুঁকিতে পড়া দেশটিকে ঋণ সহায়তা দিয়ে আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করে নয়া দিল্লি। এরই ধারাবাহিকতায় প্রেসিডেন্ট মুইজ্জু তার ভারত-বিরোধী অবস্থান কিছুটা শিথিল করেন এবং মোদির সঙ্গে একাধিক বৈঠকে সম্পর্ক পুনরুদ্ধারের অঙ্গীকার করেন।
মালদ্বীপের ৬০তম স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতায় যোগ দেওয়ার পাশাপাশি মোদি দেশটির স্বাস্থ্য, আবাসন ও শিক্ষা খাতে ভারতীয় সহায়তার কথা পুনর্ব্যক্ত করেন। এছাড়া ভারতে বসেই তিনি হানিমাধু দ্বীপের আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন করবেন, যেখানে ভারতের বিনিয়োগ মুখ্য ভূমিকা রাখছে।
দক্ষিণ এশিয়ায় চীন-ভারত প্রভাব বিস্তারের প্রতিযোগিতার প্রেক্ষাপটে এই সফরকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ মনে করছেন পর্যবেক্ষকরা।




























