
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘পুরোনো সিস্টেম আর পুরোনো আইনে এই বাংলাদেশ আর চলতে পারে না। আমরা ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী এক নতুন রাষ্ট্র গড়তে চাই, যেখানে শিক্ষা-স্বাস্থ্যসহ প্রতিটি খাতে মানুষের মানবিক মর্যাদা নিশ্চিত হবে।’
রোববার দুপুরে নেত্রকোনার মোক্তারপাড়া পুরাতন কালেক্টরেট মাঠে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘নেত্রকোনার শিক্ষা ও স্বাস্থ্যখাতের বেহাল অবস্থা, কর্মসংস্থানের সংকট—সব কিছুই দূর করতে এনসিপি কাজ করছে। আমরা শুধু সরকার পরিবর্তন নয়, একটি নতুন সংবিধানের জন্য দেশের মানুষকে ঐক্যবদ্ধ করছি। সেই নতুন সংবিধান নির্ধারণে গণপরিষদ নির্বাচন দরকার, যেখানে এই দেশের সাধারণ মানুষই তাদের ভবিষ্যৎ লিখবে।’
তিনি আরও বলেন, ‘এক বছর আগে এই জুলাই মাসেই শেখ হাসিনাকে জনগণ বিদায় করেছে। আওয়ামী লীগের গণহত্যার দায়ে জড়িত সকলের বিচার হবে, এ দাবি থেকে আমরা পিছু হটব না।’
সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) প্রীতম সোহাগ ও কেন্দ্রীয় সদস্য ফাহিম খান পাঠান। তবে উপস্থিত থাকলেও মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম বক্তব্য দেননি।




























