
আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদক: দেশের জনপ্রিয় আলেম ও ইসলামি চিন্তাবিদ শায়খ আহমাদুল্লাহ বলেছেন, গাজায় চলমান মানবসৃষ্ট দুর্ভিক্ষ ও হত্যাযজ্ঞের দায় একা ইসরাইলের নয়, বরং পুরো বিশ্বের বিবেকহীন নীরবতাও এই অপরাধে সমানভাবে দায়ী।
মঙ্গলবার (২৯ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘আমাদের ঘরের সন্তানের একবেলার ক্ষুধা দেখলে আমরা পাগলপ্রায় হয়ে যাই। অথচ গাজার লক্ষ শিশু দিনের পর দিন না খেয়ে ধুঁকে ধুঁকে মরছে। যারা বোমা থেকে বেঁচে যাচ্ছে, তারা মরছে খাবারের কষ্টে। মানবতার ধ্বজাধারীরা একদিকে বোমা ফেলছে, অন্যদিকে খাদ্য অবরোধ করছে।’
শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, ‘এই সভ্যতার যুগে, যেখানে খাদ্য উৎপাদন ও অপচয় দুটোই চরমে, সেখানে একফোঁটা খাবারের অভাবে একটি জনগোষ্ঠী নিধন হচ্ছে, এটা ইতিহাসের সবচেয়ে ভয়াবহ কলঙ্ক। অথচ আমাদের আরব বিশ্ব, জাতিসংঘ, মানবাধিকারের মুখপাত্ররা নিশ্চুপ। ৮০০ কোটি মানুষ, আমরা কীভাবে এই দায় শোধ করব?’
সবশেষে তিনি মহান আল্লাহর দরবারে আকুল প্রার্থনা করে বলেন, ‘হে আল্লাহ! যারা গাজার শিশুদের অনাহারে মৃত্যুর পথে ঠেলে দিয়েছে, তাদের জন্য তুমি দ্বিগুণ শাস্তির ব্যবস্থা করো!’




























