
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: গত বছরের ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টায় ব্যর্থ আওয়ামী লীগ ফের নতুন ষড়যন্ত্রে নেমেছে। দলটি এবার দেশজুড়ে নাশকতার ছক কষে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা করছে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে।
সূত্র জানিয়েছে, বাহাউদ্দিন নাছিম ও পলাতক শেখ হাসিনার সাবেক সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শেখরের নির্দেশে রাজধানীর এক কনভেনশন হলে গোপনে ৪০০ নেতাকর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়। ভুয়া পরিচয়ে রাজমিস্ত্রি, শ্রমিক, বাগানকর্মী সেজে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা সেখানে দেশ অস্থিতিশীল করার নীলনকশা শিখেছে।
প্রশিক্ষণে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য বড় হামলা, সহিংসতা ছড়ানো ও গোপনে পালানোর কৌশল শেখানো হয়। প্রশিক্ষণের মূল দায়িত্বে ছিলেন যুবলীগ নেতা সোহেল রানা ও শামীমা নাসরিন শম্পা। ইতোমধ্যে শম্পা ও সোহেল রানাসহ অন্তত ১৪ জনকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাজ্জাত আলী বলেছেন, ‘পরাজিত শক্তির সব অপতৎপরতা আমরা জানি। আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে। মূল হোতাদের ধরতে অভিযান চলছে।’
পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিকও জানিয়েছেন,‘২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সম্ভাব্য হামলার শঙ্কায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ফ্যাসিবাদী চক্রের কোনো স্থান এই দেশে হবে না।’




























