
আওয়ার টাইমস নিউজ
স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের সঙ্গে ষড়যন্ত্রে সেনাবাহিনীর কর্মকর্তা মেজর সাদেকুল হক সাদেকের সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ বিষয়ে পূর্ণ তদন্তের জন্য গঠন করা হয়েছে একটি তদন্ত আদালত।
শুক্রবার আইএসপিআরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মেজর সাদেকের বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার মাধ্যমে উঠে আসে। সেনাবাহিনী বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করে এবং ১৭ জুলাই তাকে রাজধানীর উত্তরা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া গেছে। এখন পূর্ণাঙ্গ তদন্ত শেষে প্রয়োজনীয় তথ্য-প্রমাণের ভিত্তিতে সেনাবাহিনীর প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া কর্মস্থল থেকে অনুপস্থিত থাকার বিষয়েও একটি পৃথক তদন্ত আদালত গঠন করা হয়েছে। সেই তদন্তের ভিত্তিতেই দায় নিরূপণ করে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।
আইএসপিআর সাফ জানায়, বাংলাদেশ সেনাবাহিনী একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও অরাজনৈতিক বাহিনী। এখানে রাজনৈতিক সংশ্লিষ্টতার কোনও সুযোগ নেই, এবং কারও বিরুদ্ধে এমন প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
cgt




























