
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে উত্তেজনা ফের তুঙ্গে। ইসরায়েল যদি গাজা উপত্যকা পুরোপুরি দখল করে নেয়, তবে যুক্তরাষ্ট্র তাতে বাধা দেবে না, এমন ইঙ্গিত দিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সরাসরি বলেননি, তবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান, গাজা দখল নিয়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি ইসরায়েলের নিজস্ব বিষয়।
স্থানীয় সময় মঙ্গলবার তিনি বলেন, “গাজার মানুষের খাদ্য পরিস্থিতি নিয়ে আমি চিন্তিত। কিন্তু গাজা দখলের বিষয়ে সিদ্ধান্ত ইসরায়েলের ওপরই নির্ভর করছে।”
ট্রাম্পের এমন বক্তব্যে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। কারণ, বর্তমানে ইসরায়েল গাজার প্রায় ৮৬ শতাংশ এলাকাকে সামরিক অঞ্চলে পরিণত করেছে। এ অবস্থায় বাকি যে সামান্য জায়গায় ফিলিস্তিনিরা ঠাসাঠাসি করে বসবাস করছেন, সেখানে নতুন করে অভিযানের শঙ্কা তৈরি হয়েছে।
জাতিসংঘের সহকারী মহাসচিব মিরোস্লাভ ইয়েনচা নিরাপত্তা পরিষদে বলেন, গাজা পুরোপুরি দখলের কোনো উদ্যোগ নিলে তা হতে পারে ভয়াবহ। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে গাজা ভবিষ্যতের ফিলিস্তিনি রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ।
এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সেনাপ্রধানকে গাজা পুরোপুরি দখলের নির্দেশনা দিয়ে বলেছেন, তা না হলে পদত্যাগ করতে হবে। এই পরিস্থিতিতে গাজায় অবস্থানরত ইসরায়েলি বন্দিদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে।
বিশ্লেষকরা বলছেন, যদি গাজার বাকি অংশেও অভিযান শুরু হয়, তাহলে এটি শুধুমাত্র একটি ভূখণ্ড দখলের বিষয় থাকবে না, এটি হয়ে উঠবে মানবিক বিপর্যয়ের এক ভয়ংকর অধ্যায়।
সূত্র: আনাদোলু এজেন্সি




























