
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: গত বছর ৫ আগস্টের অভ্যুত্থানের সময় পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়ি ও অন্যান্য প্রতিষ্ঠানের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুট হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোট ৫ হাজার ৭৫০টি আগ্নেয়াস্ত্র এবং ৬ লাখ ৫১ হাজার ৬০৯টি গোলাবারুদ চুরি হয়েছে। লুট হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে রাইফেল, স্মল মেশিনগান (এসএমজি), লাইট মেশিনগান (এলএমজি), পিস্তল, শটগান, গ্যাসগান, কাঁদানে গ্যাস লঞ্চার, কাঁদানে গ্যাস শেল, সাউন্ড গ্রেনেডসহ নানা ধরনের আগ্নেয়াস্ত্র।
এই অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ও সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ঘোষণা দিয়েছেন, যারা লুট হওয়া এসব অস্ত্রের খোঁজ দিতে সক্ষম হবেন, তাদের জন্য সরকার পুরস্কারের ব্যবস্থা করবে। এই পুরস্কারের পরিমাণ নির্ধারণের জন্য ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যে তা ঘোষণা করা হবে।
তিনি বলেন, আমাদের হারানো অস্ত্রগুলো উদ্ধারে এখনো প্রায় ৭০০টির বেশি অস্ত্রের খোঁজ মেলেনি। এসব অস্ত্র উদ্ধারে সাধারণ জনগণের সহায়তা প্রয়োজন। যে কেউ যদি এর বিষয়ে তথ্য দিতে পারেন, তাকে পুরস্কৃত করা হবে।
গত বছরের ৪ সেপ্টেম্বর থেকে আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের জন্য অভিযান শুরু করেছে এবং তৎপরতার সঙ্গে কাজ করে যাচ্ছে।
সরকারি এই উদ্যোগে অংশ নিয়ে দেশের নিরাপত্তা বজায় রাখা ও অস্ত্র পাচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সবাইকে আহ্বান জানানো হয়েছে।




























