
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্র আরোপিত ২০ শতাংশ পাল্টা শুল্ক কমিয়ে ১৫ শতাংশে নামানোর জন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ে এক সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, শুল্ক কমানোর বিষয়ে সরকারের বিভিন্ন দফতর সমন্বিতভাবে কাজ করছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করায় এখনই নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ ইতোমধ্যে কয়েকটি পদক্ষেপ নিয়েছে। এসব উদ্যোগের কারণে শুল্ক হ্রাসের সম্ভাবনা তৈরি হয়েছে।
বর্তমানে দুই দেশের মধ্যে কোনো বাণিজ্যিক চুক্তি নেই। তবে এ মাসের শেষের দিকে একটি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (USTR) চুক্তির খসড়া প্রণয়নের কাজ করছে, যদিও স্বাক্ষরের সুনির্দিষ্ট তারিখ এখনও নির্ধারণ হয়নি।




























