
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, হজযাত্রীদের জন্য বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা চলছে। তিনি বলেন, হজ ব্যবস্থাপনায় কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে তা কঠোরভাবে দমন করা হবে।
বৃহস্পতিবার হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানকালে তিনি আরও বলেন, নিষ্ক্রিয় বা অনিয়মপূর্ণ হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে নতুন পদক্ষেপ নেওয়া হবে।
মেলার মাধ্যমে হজযাত্রীরা সরাসরি বিভিন্ন এজেন্সির হজ প্যাকেজ যাচাই-বাছাই করতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের প্রভাব থাকবে না এবং গ্রাহকরা এজেন্সির সঙ্গে সরাসরি চুক্তি করতে পারবেন। হজ প্যাকেজগুলিতে এইবার ১০–২০ হাজার টাকা পর্যন্ত ছাড়ও থাকবে, যা যাত্রীর জন্য অর্থনৈতিক সুবিধা নিশ্চিত করবে।
উপদেষ্টা আশা প্রকাশ করেছেন, এই উদ্যোগ হজযাত্রীদের জন্য স্বচ্ছ ও সুবিধাজনক পরিবেশ গড়ে তুলবে এবং হজ ব্যবস্থাপনায় অরাজকতা ও দুর্নীতি কমাবে।




























