
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও প্রথম দেখায় মনে হয় যেন কেউ মৃত ব্যক্তির চেয়ারে বসিয়ে তার সম্পত্তি লিখে নিচ্ছে। ভিডিওতে দেখা যায় একটি অফিস কক্ষে একজন ব্যক্তি চেয়ারে বসে আছেন এবং অন্য একজন তার কাছ থেকে টিপসই নিচ্ছেন। পাশে আরও কয়েকজন উপস্থিত। ভিডিওটি দ্রুত ছড়িয়ে, অনেকেই এটিকে সত্য মনে করে শেয়ার করতে শুরু করেন।
তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, ভিডিওটির সঙ্গে মৃত ব্যক্তির সম্পত্তি লিখে নেওয়ার কোনো সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, ভিডিওটি একটি জমি রেজিস্ট্রেশন কার্যক্রমের সময় ধারণ করা হয়েছিল। চেয়ারে বসা ব্যক্তি হচ্ছেন উইনম্যাক্স মোবাইল কোম্পানির চেয়ারম্যান মো. হোসেন খান, যিনি জীবিত আছেন এবং অসুস্থতার কারণে বাসায় বসে অফিসের কার্যক্রম পরিচালনা করছিলেন।
ভিডিওতে থাকা ব্যক্তি এবং পাশে থাকা নারী আসলে স্বামী-স্ত্রী। সফিউল্লাহ শেখ নামে এক ব্যক্তি নিশ্চিত করেছেন, ভিডিওটি তাদের বাসায় জমি রেজিস্ট্রেশনের জন্য ধারণ করা হয়েছিল। ভিডিওটির খণ্ডিত অংশ ব্যবহার করে ভিন্ন দাবি ছড়িয়ে দেওয়ায় পরে অফিসের ফেসবুক পেজ থেকে ভিডিওটি ডিলিট করা হয়েছে।
উইনম্যাক্স মোবাইল কোম্পানি নিজেও ফেসবুক পেজে জানিয়েছে, ভাইরাল ভিডিওতে প্রচারিত তথ্য পুরোপুরি মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। প্রতিষ্ঠান সকলকে অনুরোধ করেছে বিভ্রান্ত হবেন না এবং ভুয়া খবরের ফাঁদে পা দেবেন না।
সংক্ষেপে: ভাইরাল ভিডিওটি যতটা চমকপ্রদ মনে হয়, বাস্তবে এটি শুধুমাত্র একজন অসুস্থ ব্যক্তির জমি রেজিস্ট্রেশন কার্যক্রম। কেউ মৃত ব্যক্তির সম্পত্তি লিখে নিচ্ছে না, এবং ভিডিওতে থাকা সকল ব্যক্তি জীবিত।
সূত্র: রিউমর স্ক্যানার, উইনম্যাক্স মোবাইল কোম্পানি




























