
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার ভয়াবহতা প্রতিদিনই নতুন রক্তপাত যোগ করছে। সর্বশেষ একদিনে আরও অন্তত ৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফলে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬২ হাজারে। আহত হয়েছেন আরও অন্তত ৩৪০ জন, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত মোট আহতের সংখ্যা ১ লাখ ৫০ হাজারের বেশি।
দ্য গার্ডিয়ান জানায়, দীর্ঘ অবরোধের কারণে গাজায় মানবিক পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মরদেহ পড়ে আছে, উদ্ধারকর্মীরা পৌঁছাতে না পারায় প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে। এদিকে অনাহার ও চিকিৎসাহীনতায় প্রাণহানি ক্রমেই বাড়ছে। শুধুমাত্র গত সপ্তাহেই ক্ষুধা ও অপুষ্টিতে অন্তত কয়েকজন শিশু মারা গেছে।
রয়টার্স-এর প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় চলমান এই রক্তক্ষয়ী পরিস্থিতি বন্ধে নতুন এক যুদ্ধবিরতি প্রস্তাব আলোচনায় এসেছে। প্রস্তাব অনুযায়ী, ৬০ দিনের জন্য অস্ত্রবিরতি, আংশিক সেনা প্রত্যাহার, বন্দী বিনিময় এবং মানবিক সহায়তা বৃদ্ধির পরিকল্পনা রাখা হয়েছে। হামাস ইতোমধ্যেই মধ্যস্থতাকারীদের জানিয়েছে যে তারা প্রস্তাবে সম্মত। তবে ইসরায়েল এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।
আন্তর্জাতিক অপরাধ আদালত ইতোমধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। একইসঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে মামলা চলমান।
তবুও গাজায় হত্যাযজ্ঞ থামেনি। প্রতিদিন লম্বা হচ্ছে লাশের সারি, আর ধ্বংসস্তূপের শহর গাজার আকাশে ভেসে বেড়াচ্ছে নতুন শোকের কালো মেঘ।
সূত্র:Reuters




























