
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস স্পষ্ট করে জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনের পর যে সরকার আসবে সেখানে তিনি কোনো পদে থাকবেন না। বৃহস্পতিবার (২১ আগস্ট) যুক্তরাষ্ট্রের ইউটাহভিত্তিক সংবাদমাধ্যম ডেসারাট নিউজ-এ প্রকাশিত এক নিবন্ধে তিনি এ ঘোষণা দেন।
ড. ইউনূস লিখেছেন, জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে এবং তার সরকারের প্রধান লক্ষ্য একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো যেন ভোটারদের সামনে তাদের পরিকল্পনা তুলে ধরতে পারে এবং প্রত্যেক বৈধ ভোটার, প্রবাসীদেরসহ, যেন ভোট দিতে পারে—সেটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
তিনি স্মরণ করিয়ে দেন, গত বছরের গণঅভ্যুত্থানের মাধ্যমে শিক্ষার্থী ও সাধারণ মানুষ দীর্ঘদিনের স্বৈরতন্ত্রের অবসান ঘটিয়েছিল, যা ৫ আগস্টে স্বৈরাচারকে দেশ ছাড়তে বাধ্য করে।
নিবন্ধে তিনি আরও উল্লেখ করেন, গত এক বছরে অন্তর্বর্তী সরকার অনেক সাফল্য অর্জন করেছে। এর মধ্যে সবচেয়ে বড় অর্জন হলো ঐকমত্য কমিশন গঠন, যা ১১টি সংস্কার কমিশনের ভিত্তিতে তৈরি হয়েছে। কমিশনটি এ মাসের শেষের দিকে নির্বাচনসংক্রান্ত সংস্কার প্রতিবেদন দিতে পারে, যা একটি গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থার ভিত্তি গড়ে তুলবে।
ড. ইউনূস বলেন, রাজনৈতিক বিষয়ে ঐকমত্য জরুরি। সংসদ এককক্ষ বিশিষ্ট নাকি দ্বিকক্ষ বিশিষ্ট হবে—এ নিয়েও বিতর্ক রয়েছে। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশ এখন সঠিক পথে রয়েছে এবং আগামী বছরের ফেব্রুয়ারিতে একটি সত্যিকারের নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, “আগের তিনটি নির্বাচন ছিল মিথ্যা নির্বাচন। তখন কেউ ভোট দিতে যায়নি, মানুষ জানে না ভোটকেন্দ্রে কী হয়েছে। এবার লাখ লাখ মানুষ যারা ভোট দিতে পারেননি, তাদের জন্য নির্বাচনটি হবে অনেক বড় সুযোগ।”




























