
আওয়ার টাইমস নিউজ:
স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় এক সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, তারেক রহমানের নেতৃত্বেই নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। তিনি বলেন, “এটা শুধু আমাদের অঙ্গীকার নয়, এটাই আমাদের প্রত্যয়।”
শুক্রবার (২২ আগস্ট) দুপুরে রামগতি উপজেলার আলেকজান্ডার মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে অংশ নেন এ্যানি। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন-
রাজনীতি কখনো ব্যক্তিস্বার্থ বা অর্থ উপার্জনের জন্য নয়, বরং জনগণের সেবা ও সম্মানের জন্য হতে হবে।
বিএনপির নেতাকর্মীরা যেন মোড়লগিরির মানসিকতা ত্যাগ করেন, সে আহ্বান জানান।
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন ধারায় এগিয়ে নিতে হবে।
তিনি আরও বলেন, “৫ আগস্টের পর তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও খালেদা জিয়ার আপোষহীন রাজনীতিকে সামনে রেখে নতুন রাজনৈতিক ধারার সূচনা করেছেন। আগের ধারা আর চলবে না, পরিবর্তনের সময় এসেছে।”
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা এবিএম আশরাফ উদ্দিন নিজান, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান হাছিব, উপজেলা আহ্বায়ক ডা. জামাল উদ্দিন ও পৌর আহ্বায়ক শাহেদ আলী পটু প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।
দীর্ঘ ২২ বছর পর প্রকাশ্যে আনুষ্ঠানিকভাবে উপজেলা ও পৌর বিএনপির এই সম্মেলন অনুষ্ঠিত হলো। সর্বশেষ ২০০৩ সালে এ ধরনের সম্মেলন হয়েছিল। তবে ২০২২ সালের অক্টোবরে এই দুটি ইউনিটের কমিটি গঠন করা হয়েছিল বলে দলীয় সূত্রে জানা গেছে।
Cgt




























