
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে বলেছেন, শুধু বক্তব্য আর ভোট চাওয়া যথেষ্ট নয়; গুম হয়ে যাওয়া ব্যক্তিদের পক্ষে সুনির্দিষ্ট বিচারের রূপরেখাও দিতে হবে।
শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে গুম ও খুনের শিকার পরিবারগুলোর সংগঠন ‘মায়ের ডাক’ আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। এ সময় মির্জা ফখরুলও মঞ্চে উপস্থিত ছিলেন।
ফুয়াদ প্রশ্ন রেখে বলেন, ক্ষমতায় এলে গুম-খুনের শিকার পরিবারগুলোর জন্য কী করবেন, অপরাধীদের বিচারের জন্য কী পদক্ষেপ নেবেন-তা পরিষ্কারভাবে জানতে চায় মানুষ। শুধু বক্তব্য নয়, এখনই একটি সুস্পষ্ট ম্যানিফেস্টো ও রোডম্যাপ ঘোষণা করতে হবে।
তিনি আহ্বান জানান, বিএনপি যেন বিশেষজ্ঞদের সঙ্গে এবং ‘মায়ের ডাক’-এর পরিবারগুলোর সঙ্গে বসে গুম-খুনের বিচারের একটি পরিকল্পনা তৈরি করে। যাতে ক্ষমতায় গেলে সঙ্গে সঙ্গে কাজ শুরু করা যায় এবং পরবর্তী সময়ে এ ধরনের পরিবারগুলোকে আবারও বিচারের দাবিতে রাস্তায় নামতে না হয়।
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে ফুয়াদ বলেন, যাদের গুম হয়ে যাওয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে এই ক্ষমতা নেওয়া হয়েছে, সেই পরিবারগুলোর কান্না শোনার জন্য গণশুনানির আয়োজন করতে হবে। একই সঙ্গে অপরাধীদের বিচারের ব্যবস্থা এবং গুম-খুনের ঘটনার অনুসন্ধানের জন্য বিশেষ বাহিনী ও আমলাদের নিয়ে একটি স্পেশাল ইউনিট গঠন করার আহ্বান জানান তিনি।




























