
আওয়ার টাইমস নিউজ:
স্টাফ রিপোর্টার: ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে নারী ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে নৌ–পুলিশ। শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের মাদারীপুর ঘাট এলাকা ও আশপাশ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নৌ–পুলিশ জানায়, উদ্ধার হওয়া লাশগুলোর মধ্যে দুই নারী, একজন যুবক ও প্রায় তিন বছরের একটি শিশুর মরদেহ রয়েছে। তবে এখনো তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
সদরঘাট নৌ–পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোহাগ রানা বলেন, প্রথমে নদীর তীরে ভেসে থাকা এক নারীর লাশ উদ্ধার করা হয়। তার গলায় কালো রঙের বোরকা পেঁচানো ছিল এবং পরনে গোলাপি সালোয়ার কামিজ ছিল। কিছু সময় পর একই স্থান থেকে একটি শিশুর মরদেহ ভেসে ওঠে, যার গলায় ওড়না পেঁচানো অবস্থায় পাওয়া যায়।
এদিকে আরেকটি ঘটনায়, কেরানীগঞ্জের মীরেরবাগ কোল্ড স্টোরেজের কাছে উদ্ধার হওয়া এক যুবকের হাতের সঙ্গে এক নারীর হাত বাঁধা ছিল বলে জানিয়েছেন নৌ–পুলিশের উপপরিদর্শক মোক্তার হোসেন।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে—দুই থেকে তিন দিন আগে তাদের মৃত্যু হয়েছে। পানিতে থাকার কারণে মরদেহ ফুলে গেছে, ফলে চেহারা চেনা যাচ্ছে না। পরিচয় নিশ্চিত করতে ফরেনসিক টিমকে জানানো হয়েছে।
পুলিশ বলছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলা যাচ্ছে না।
cgt




























