
আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি: ঢাকার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, ১৯৭১ সালের গণহত্যার জন্য ক্ষমা চাওয়াসহ অমীমাংসিত তিনটি বিষয়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আলোচনা চলছে। তবে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের “৭১ সালের অমীমাংসিত ইস্যু দুইবার সমাধান হয়েছে” এমন বক্তব্যের সঙ্গে বাংলাদেশ একমত নয়।
রোববার (২৪ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তৌহিদ হোসেন বলেন, আমরা চাই পাকিস্তান অতীতের ভুল স্বীকার করুক, গণহত্যার জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করুক। পাশাপাশি টাকা-পয়সা ও অন্যান্য আর্থিক বিষয়েও সমাধান হোক।
তিনি আরও জানান, দুই দেশের সম্পর্ক পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতে এগিয়ে নিতে বাংলাদেশ আন্তরিক। তবে ৫৪ বছরের পুরনো সমস্যাগুলো একদিনে সমাধান করা সম্ভব নয়।
এর আগে একই দিনে ইসহাক দার সাংবাদিকদের জানান, ১৯৭১ সালের অমীমাংসিত ইস্যু দুইবার সমাধান হয়ে গেছে। প্রথমবার ১৯৭৪ সালে একটি চুক্তির মাধ্যমে এবং দ্বিতীয়বার ২০০২ সালে জেনারেল পারভেজ মোশাররফের ঢাকার সফরের সময় দুঃখ প্রকাশের মাধ্যমে।
বাংলাদেশ সরকার এই দাবিটি প্রত্যাখ্যান করেছে এবং জানিয়েছে, মূল ইস্যুগুলো এখনও সমাধান হয়নি।




























