
আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অবশেষে রোডম্যাপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্তকরণ, রাজনৈতিক দল নিবন্ধন এবং দেশীয় পর্যবেক্ষক সংস্থার অনুমোদনসহ ২৪টি গুরুত্বপূর্ণ বিষয়কে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সংবাদ সম্মেলনে এ রোডম্যাপ ঘোষণা করেন।
রোডম্যাপ অনুযায়ী, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আর ২০২৫ সালের ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচন তফসিল ঘোষণা করা হবে।
ইসি জানায়, দুর্গম পাহাড়ি এলাকায় হেলিকপ্টার সহায়তা নিশ্চিত করার জন্য তফসিল ঘোষণার দুই মাস আগে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির জেলা নির্বাচন কর্মকর্তাদের ভোটকেন্দ্রের তালিকা, কক্ষ সংখ্যা, নিকটবর্তী হেলিপ্যাড এবং যাতায়াতসংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করতে হবে।
তফসিল ঘোষণার ১০ দিন আগে এসব জেলার কর্মকর্তাদের নিকটবর্তী টেকঅফ ও ল্যান্ডিং স্পট নির্ধারণ করে হেলিকপ্টার সহায়তার প্রস্তাবনা পাঠাতে হবে বলেও জানানো হয়েছে।




























