
আওয়ার টাইমস নিউজ:
আন্তর্জাতিক ডেস্ক: পারমাণবিক কর্মসূচি নিয়ে বিরোধ সমাধানে ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
শুক্রবার রুশ বার্তা সংস্থা তাস প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, রুবিওর মতে, ইরান যদি পারমাণবিক ইস্যুর শান্তিপূর্ণ ও টেকসই সমাধানের পথে অগ্রসর হয়, তবে যুক্তরাষ্ট্র সবসময় সংলাপে আগ্রহী।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য হলো ইরানকে কখনো পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা এবং একই সঙ্গে ইরানি জনগণের শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করা।
এদিকে, ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে পশ্চিমা দেশগুলোর উদ্বেগ আবারও বেড়েছে। ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য ইতোমধ্যে ২০১৫ সালের পারমাণবিক চুক্তির অধীনে প্রত্যাহারকৃত জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রক্রিয়া শুরু করেছে।
রুবিও বলেন, ‘‘স্ন্যাপব্যাক প্রক্রিয়া আমাদের কূটনৈতিক প্রচেষ্টার সঙ্গে সাংঘর্ষিক নয়, বরং আলোচনার গুরুত্ব আরও জোরদার করে।’
cgt




























