
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: মানিকগঞ্জে এক ব্যতিক্রমী ও হৃদয় ছুঁয়ে যাওয়া ঘটনার সাক্ষী হলো স্থানীয় আফরোজা বেগম জেনারেল হাসপাতাল। মোটরসাইকেল দুর্ঘটনায় আহত বর আনন্দ সাহা, যিনি প্রায় দুই সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, হাসপাতালে থাকা অবস্থায়ই বিয়ের পিঁড়িতে বসেন।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে। হাসপাতালের একটি অস্থায়ীভাবে খালি রাখা অংশে বর ও কনের পরিবার এবং হাসপাতাল কর্তৃপক্ষের সহায়তায় আয়োজন করা হয় এই বিশেষ বিয়ের অনুষ্ঠান।
বর আনন্দ সাহার বাড়ি মানিকগঞ্জ শহরের বাজার রোড এলাকায়, এবং কনে অমৃতা সরকার ঘিওর উপজেলার বানিয়াজুরী গ্রামের বাসিন্দা। হাত-পা ব্যান্ডেজে বাঁধা অবস্থায়ও তারা নির্ধারিত লগ্ন মিস না করার জন্য সকলেই মিলে অনুষ্ঠানটি সম্পন্ন করেছেন।
পরিবার সূত্র জানিয়েছে, পঞ্জিকা অনুসারে শুভ তিথি ও নক্ষত্র দেখে বিয়ের দিন ঠিক করা হয়েছিল। চিকিৎসকের পরামর্শ মেনে বর আনন্দ সাহার কিছুটা স্বাভাবিক অবস্থায় বিয়ের আয়োজন করা হয়।
হাসপাতালের মেডিকেল অ্যান্ড ইউনিট হেড ডা. সিরাজুল ইসলাম বলেন, চিকিৎসাধীন রোগীর অবস্থার দিকে খেয়াল রেখে আমরা হাসপাতালের অব্যবহৃত একটি অংশে অনুষ্ঠান সম্পন্ন করার অনুমতি দিয়েছি। আমাদের লক্ষ্য সবসময় রোগীদের সেবা নিশ্চিত করা।
বর আনন্দ সাহা জানান, মোটরসাইকেল দুর্ঘটনার পর আমি হাসপাতালে ভর্তি ছিলাম। এখন আগের তুলনায় অনেকটা সুস্থ। নির্ধারিত লগ্নে বিয়ের অনুষ্ঠান ধর্মীয় রীতি অনুযায়ী সম্পন্ন হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ।
কনে অমৃতা সরকার বলেন, পারিবারিকভাবেই বিয়ের আয়োজন করা হয়েছে। এটি আমাদের কাছে ব্যতিক্রমী মনে হয়েছে। স্বামীর সুস্থতা ও আমাদের দাম্পত্য জীবনের জন্য সকলের কাছে আশীর্বাদ চাই।
এই ব্যতিক্রমী বিয়ের ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে নেটিজেনদের মধ্যে কৌতূহল ও আলোড়ন সৃষ্টি করেছে।




























