
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনের বিরুদ্ধে ১০ লাখ টাকার লেনদেনের অভিযোগ উঠেছে।
পাকুন্দিয়ায় শুক্রবার (৫ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে হাজী মকবুল হোসেনের শ্যালক জাহাঙ্গীর আলম সম্রাট অভিযোগ করেন, ৫ আগস্ট হাজী মকবুল গ্রেপ্তার হওয়ার পর জামিনের জন্য তিনি পিপি জালাল উদ্দিনের সঙ্গে যোগাযোগ করেছিলেন। জালাল উদ্দিন আশ্বাস দেওয়ার পর টাকার বিষয়টি আসে এবং তিন ধাপে মোট ১০ লাখ টাকা প্রদান করা হয়। যদিও নিম্ন আদালত জামিন মঞ্জুর করেনি, তবুও জালালের সহায়তায় হাজী মকবুল উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন।
এর আগে বিকেলে পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি কামাল উদ্দিন অভিযোগ করেন, অ্যাডভোকেট জালাল উদ্দিন নানা অনিয়ম ও অপকর্মে জড়িত।
অভিযোগের জবাবে অ্যাডভোকেট জালাল উদ্দিন বলেন, আওয়ামী লীগ নেতার জামিনে টাকার লেনদেনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
এই ঘটনার পর কিশোরগঞ্জের রাজনৈতিক এবং আইন-সংশ্লিষ্ট মহলে উত্তেজনা দেখা দিয়েছে।




























