
আওয়ার টাইমস নিউজ
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ভ্রমণে বিদেশিদের ফি বৃদ্ধি করা হয়েছে। চলতি মাসের শেষ থেকে ভিসা ওয়েভার প্রোগ্রামের আওতায় থাকা দেশগুলোর নাগরিকদের ইলেকট্রনিক ভিসা আবেদন (ESTA) ফি ২১ ডলার থেকে বেড়ে ৪০ ডলার হবে। এই তালিকায় যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইসরায়েল, মধ্যপ্রাচ্যের কাতারসহ ইউরোপের বেশিরভাগ দেশ অন্তর্ভুক্ত।
স্থলপথে যুক্তরাষ্ট্রে প্রবেশকারীদের জন্য আই-৯৪ আগমন/বিদায় রেকর্ড ফিও বেড়ে ৬ ডলার থেকে ৩০ ডলার করা হয়েছে। পাশাপাশি চীনা পর্যটকদের জন্য নতুন শর্তসাপেক্ষা নিয়ম চালু করা হয়েছে। তাদের ইলেকট্রনিক ভিসা আপডেট সিস্টেমে নাম অন্তর্ভুক্ত করার জন্য ৩০ ডলার ফি দিতে হবে।
এছাড়া নতুনভাবে একটি ‘ভিসা ইন্টেগ্রিটি ফি’ চালু হবে, যা ভিসা ওয়েভারের বাইরে থাকা অনেক দেশের পর্যটকদের জন্য ২৫০ ডলার ধার্য করা হবে। তবে এই ফি এখনো কার্যকর হয়নি।
বিশ্ব ভ্রমণ ও পর্যটন কাউন্সিলের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক কম আসায় যুক্তরাষ্ট্রের ক্ষতি প্রায় ১,২৫০ কোটি ডলারের আশঙ্কা রয়েছে। আইনজীবী স্টিভেন ব্রাউন জানিয়েছেন, সাধারণ ফি বৃদ্ধি খুব বেশি প্রভাব ফেলবে না, তবে ২৫০ ডলারের নতুন ফি সম্পূর্ণ নতুন বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।




























