
আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ অনুষ্ঠিত হচ্ছে বহুল প্রতীক্ষিত ডাকসু ও হল সংসদ নির্বাচন। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এ উপলক্ষে পুরো ক্যাম্পাসজুড়ে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
সোমবার মধ্যরাত থেকেই আবাসিক হলগুলো থেকে শিক্ষার্থীরা দল বেঁধে বেরিয়ে আসেন। শহীদুল্লাহ হল, টিএসসি, রাজু ভাস্কর্যের পাদদেশ, পায়রা চত্বরসহ ক্যাম্পাসের নানা প্রান্তে তারা ঘুরে বেড়ান। শিক্ষার্থীরা জানিয়েছেন, এ দৃশ্য ঈদের আগের রাতের মতো মনে হচ্ছে। অনেকে বলছেন, জাতীয় নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে প্রশ্ন থাকলেও ডাকসু নির্বাচনের পরিবেশ কেমন হয়, সেটি দেখার অপেক্ষায় সবাই।
নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রবেশপথে চেকপোস্ট বসানো হয়েছে, পাশাপাশি প্রতিটি ভোটকেন্দ্রে জোরদার করা হয়েছে নজরদারি।
বিশ্ববিদ্যালয়ের মোট ৮টি কেন্দ্রে ৮১০টি বুথের মাধ্যমে ভোটগ্রহণ হবে। আবাসিক ও অনাবাসিক মিলে কয়েক হাজার শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে সবচেয়ে বেশি ভোটার থাকবেন উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে, যেখানে মাস্টারদা সূর্য সেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল এবং কবি জসীমউদ্দীন হলের শিক্ষার্থীরা ভোট দেবেন।
এছাড়া কার্জন হল, শারীরিক শিক্ষা কেন্দ্র, টিএসসি, সিনেট ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব, ভূতত্ত্ব বিভাগ এবং ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজেও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
শিক্ষার্থীরা আশা করছেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হলে এটি বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চায় নতুন মাত্রা যোগ করবে।




























