
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় হাতি মারার ফাঁদে বিদ্যুতের তারে জড়িয়ে ১৫ বছর বয়সী মোহাম্মদ জাহেদ নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বৈরাগ ইউনিয়নের খানবাড়ি ফকিরখিল বিল এলাকায় সোমবার (৮ সেপ্টেম্বর) বিকালে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ জাহেদ স্থানীয় আবদুল হাফেজের ছেলে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, সম্প্রতি দেয়াং পাহাড়ে অবস্থানরত তিনটি হাতি রাতে আশপাশের মাঠের ধান, সবজি ও গাছের চারা খেয়ে ব্যাপক ক্ষতি করেছে। অতিষ্ঠ হয়ে এলাকাবাসী তাদের কৃষি খামার ও বাড়িঘরের আশপাশে তারের সঙ্গে বিদ্যুত সংযোগ দিয়ে ফাঁদ পাতেন।
সোমবার বিকালে মোহাম্মদ জাহেদ যখন ফকিরখিল বিলে কাজ করছিলেন, তখন হাতি মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হন। তার চিৎকারে স্থানীয়রা দৌড়ে গিয়ে তাকে উদ্ধার করেন। তবে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার চাচাতো ভাই আমির খান (২৪) ও প্রতিবেশী গোল বাহার বেগম (৪০) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অপরাধ সংক্রান্ত বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, “হাতির জন্য দেওয়া বিদ্যুতের ফাঁদে একজন মারা যাওয়ার খবর পেয়েই আমরা ঘটনাস্থলে গিয়েছি। সেখানে থেকে আলামত জব্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বিষয়গুলো নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”




























