
আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ভোট কারচুপির অভিযোগ তুলে বিক্ষোভ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তারা ক্যাম্পাসে মিছিল বের করে বিভিন্ন স্লোগান দেয়।
মিছিলে অংশ নেওয়া ছাত্রদলের কর্মীরা অভিযোগ তোলেন, প্রশাসন এবং প্রভাবশালী ছাত্র সংগঠন নির্বাচন প্রক্রিয়ায় কারচুপি করেছে। স্লোগানে তারা বলেন, “ভোট চোর মানি না মানব না”, “প্রশাসন ভোট চোর” ইত্যাদি। এ সময় টিএসসি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ভোট গণনা প্রকাশ্যে করার দাবি ওঠে।
এর আগে বিকেলে এক সংবাদ সম্মেলনে ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করেন, সকাল থেকে তাদের পোলিং এজেন্টদের বাধা দেওয়া হয়েছে। পাশাপাশি অমর একুশে হল ও রোকেয়া হলে ব্যাপক কারচুপির প্রমাণ তারা পেয়েছেন বলে দাবি করেন। তিনি এ বিষয়ে লিখিত অভিযোগ জমা দেওয়ার কথাও জানান।
অন্যদিকে, ছাত্রদলকে বহিরাগতদের ক্যাম্পাসে আনার অভিযোগ তুলেছেন ডাকসুর জিএস প্রার্থী এস এম ফরহাদ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ছাত্রদল ক্যাম্পাসের আশপাশে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মী জড়ো করেছে, যাদের মধ্যে সংঘর্ষও হয়েছে। এর দায় অন্য সংগঠনের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে।
ফরহাদ আরও বলেন, “অমর একুশে হলে ভোট কারচুপির কিছু প্রমাণ পাওয়া গেছে। তবে রোকেয়া হলে নাটক সাজিয়ে ছাত্রদল পরিবেশ অস্থিতিশীল করতে চাইছে। যারা অনিয়মের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
ডাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ থাকলেও ভোট চুরি ও কারচুপির অভিযোগে উত্তেজনা বাড়ছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।




























