
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: চট্টগ্রামের মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নে এক পিতার হাতে পুত্র হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পশ্চিম মায়ানী এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত যুবকের নাম শাহেদ (২৫)। তার বাবা নুরজ্জামান (৫৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বিদেশ থেকে ফিরে দ্বিতীয় বিয়ে করেন নুরজ্জামান। নতুন স্ত্রীকে বাড়িতে আনার পর থেকেই প্রথম স্ত্রী ও ছেলে শাহেদের সঙ্গে তার পারিবারিক দ্বন্দ্ব বাড়তে থাকে।
বুধবার সন্ধ্যায় ওই পারিবারিক বিরোধের জেরে বাবা নুরজ্জামান নিজ ছেলে শাহেদকে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন। গুরুতর আহত শাহেদ মাটিতে লুটিয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসক ডা. রাহাত জানান, হাসপাতালে আনার আগেই শাহেদ মারা গেছেন।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”