
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের হাতে চিঠি তুলে দিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে ইসলামাবাদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে শাহবাজ শরিফ দুই দেশের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন—এই সম্পর্ক আগামী দিনে আরও শক্তিশালী হবে। তিনি নিউইয়র্ক ও কায়রোতে ড. ইউনূসের সঙ্গে হওয়া বৈঠকের প্রসঙ্গ টেনে তার দূরদর্শী নেতৃত্ব ও দারিদ্র্য দূরীকরণে অবদানকে উচ্চ প্রশংসা করেন।
এ সময় ধর্ম উপদেষ্টা পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ড. মুহাম্মদ ইউনূসের লেখা একটি চিঠি তুলে দেন। চিঠিতে পাকিস্তানে ভয়াবহ বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর সমবেদনা জানানো হয়। ড. ইউনূস লিখেছেন—
> “এই কঠিন সময়ে বাংলাদেশের জনগণ পাকিস্তানের ভ্রাতৃপ্রতিম জনগণের পাশে রয়েছে। আমরা বিশ্বাস করি, আপনার নেতৃত্বে পাকিস্তানের জনগণ ধৈর্য ও সহনশীলতার মাধ্যমে এই দুর্যোগ কাটিয়ে উঠবে।”
প্রধান উপদেষ্টা প্রয়োজনে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে বাংলাদেশ সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত বলেও জানিয়েছেন।
বৈঠকে ঢাকা–করাচি সরাসরি বিমান চলাচল পুনরায় চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এছাড়া কৃষি, বিজ্ঞান, প্রযুক্তি, ধর্মতত্ত্ব ও চিকিৎসা ক্ষেত্রে শিক্ষার্থী বিনিময় এবং বৃত্তি কর্মসূচি জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
উল্লেখ্য, পাকিস্তান ইতোমধ্যেই বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অনার্স থেকে পিএইচডি পর্যায়ে ৫০০টি বৃত্তি ঘোষণা করেছে।
বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, ধর্মবিষয়ক ও আন্তঃধর্মীয় সম্প্রীতি মন্ত্রী সরদার ইউসুফ খান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতা তারারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষ থেকে ইসলামাবাদে হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান, উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ ও শরীফ ইঞ্জিনিয়ারিং কলেজের প্রভাষক মুফতি জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।




























