
আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদক: শুক্রবার ১২ সেপ্টেম্বর বিকাল ৩টায় চাষাড়া শহীদ মিনারে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে পিআর (Proportional Representation) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, রাষ্ট্র সংস্কার, খুনিদের দৃশ্যমান বিচার এবং মেট্রোরেল প্রকল্পে নারায়ণগঞ্জকে যুক্ত করার দাবি জানানো হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মুফতি মাসুম বিল্লাহ বলেন,“অনেকে বলে, পিআর খায় না মাথায় দেয়? আমরা স্পষ্ট করে বলতে চাই, পিআর এখন জনগণের দাবিতে পরিণত হয়েছে। পিআরের বিরুদ্ধে কথা বললে জনগণ আপনাদের মেনে নেবে না। যারা ১৬ বছর ধরে অন্যায়ভাবে হত্যা ও গুম করেছে এবং ৫ আগস্টের পর দেশ ছেড়ে পালিয়েছে, তাদের বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন আমরা দেখতে চাই না।”
তিনি আরও জানান, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে তাকে হাতপাখা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন,
“আমি এমপি হতে চাই না; জনগণের খাদেম হতে চাই। মানুষ আমাদের কাছে আসবে না, আমরা জনগণের দ্বারে দ্বারে গিয়ে তাদের প্রয়োজন পূরণ করব ইনশাআল্লাহ।”
সমাবেশে নারায়ণগঞ্জ নগরবাসীর দাবির প্রতি সংহতি জানিয়ে তিনি জোর দিয়ে বলেন,“মেট্রোরেল প্রকল্পে নারায়ণগঞ্জকে অবশ্যই যুক্ত করতে হবে।”




























