
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা ওপেনার ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল অবশেষে জানালেন তার ভবিষ্যৎ পরিকল্পনা। দীর্ঘদিন ধরে গুঞ্জন চলছিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রশাসনে যোগ দিচ্ছেন তিনি। এবার নিজ মুখেই সেই সম্ভাবনার ইঙ্গিত দিলেন এই তারকা ব্যাটার।
তামিম স্পষ্ট জানিয়েছেন, যদি বিসিবির নির্বাচনে প্রার্থী হন এবং দায়িত্ব গ্রহণ করেন, তবে ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি। অর্থাৎ খেলোয়াড় হিসেবে আর মাঠে নামবেন না। তামিমের ভাষায়, বোর্ড পরিচালক হিসেবে দায়িত্ব নিলে খেলা চালিয়ে যাওয়া শোভনীয় নয়। তাই যদি আমি নির্বাচিত হই, আমার ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানব।
আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবির নির্বাচন। এর আগে ২০ সেপ্টেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। তামিম নির্বাচনে অংশ নিলে আর ঘরোয়া ক্রিকেট বা বিপিএল খেলবেন না। তবে তিনি জানিয়েছেন, নির্বাচনে না নামলে বিপিএল খেলার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।
বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রানের মালিক ও অন্যতম সফল ওপেনার তামিম বলেন, খেলোয়াড় হিসেবে দারুণ সময় কাটালেও এখন তার ইচ্ছা দেশের ক্রিকেটের উন্নয়নে প্রশাসনিক দায়িত্ব নিয়ে কাজ করা।
ক্রিকেটপ্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে এক যুগান্তকারী খবর। মাঠের রানের লড়াই থেকে সরে দাঁড়িয়ে এবার নির্বাচনের ময়দানে তামিম কতটা সফল হন, সেটিই এখন দেখার অপেক্ষা।