
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: সংসদ নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি না চালু করলে দেশে আরেকটি ফ্যাসিবাদী সরকার প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
গোলাম পরওয়ার বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করেই নির্বাচন দিতে চাইছে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঘোষিত জুলাই সনদে বিশেষ দলের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে, যা জনগণের প্রত্যাশার সঙ্গে যায়নি। তিনি বলেন, নির্বাচন হলে তা অবশ্যই জুলাই সনদের ভিত্তিতে হতে হবে। জনগণ আরেকটি ফ্যাসিবাদী সরকার মেনে নেবে না।
তিনি আরও বলেন, জরিপে দেখা গেছে প্রায় ৭০ শতাংশ মানুষ পিআরের পক্ষে। নির্বাচন কমিশনে অংশ নেওয়া ৩১টি দলের মধ্যে ২৫টি দলও এই পদ্ধতির পক্ষে মত দিয়েছে। অথচ সরকার গণভোট আয়োজন থেকে সরে আসছে। জনগণ যদি গণভোটে পিআরের পক্ষে মত দেয়, সরকারকে তা মেনে নিতে হবে। আর জনগণ যদি বিপক্ষে যায়, জামায়াতও সেই সিদ্ধান্ত মেনে নেবে।
তার দাবি, পিআর পদ্ধতির মাধ্যমে একটি অংশীদারিত্বভিত্তিক, কালো টাকা ও পেশীশক্তিমুক্ত মানসম্পন্ন সংসদ গঠন সম্ভব। এতে সংখ্যাগরিষ্ঠতার জোরে ফ্যাসিবাদী সরকার গড়ে ওঠার সুযোগ থাকবে না।
এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে পিআর পদ্ধতিতে নির্বাচনের কোন প্রয়োজন নেই।




























