
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের টেকনাফে যৌথ বাহিনী গহিন পাহাড়ে অভিযান চালিয়ে নারী, শিশু ও পুরুষসহ ৬৬ জনকে উদ্ধার করেছে। উদ্ধার হওয়াদের মধ্যে ২২ জন পুরুষ, ২৩ জন নারী ও ২১ জন শিশু রয়েছেন। তাদের মধ্যে অনেকেই রোহিঙ্গা এবং বাংলাদেশি নাগরিক।
অভিযান শুরু হয় বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত। কচ্ছপিয়া পাহাড়ের চূড়ায় সাঁড়াশি অভিযান চালিয়ে বন্দি রাখা ব্যক্তিদের উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, কিছু অপহরণকারী এবং মানবপাচারকারী চক্র বিভিন্ন প্রলোভনের মাধ্যমে লোকজনকে টেকনাফে নিয়ে আসত। এরপর তাদের পাহাড়ের গহিন আস্তানায় বন্দি রেখে অস্ত্রের মুখে জিম্মি করা হতো এবং বিদেশে পাঠানোর প্রলোভনে মুক্তিপণ দাবি করা হতো।
নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানে গহিন পাহাড়ের একাধিক আস্তানার সন্ধান পাওয়া যায়। অভিযানের মাধ্যমে নারী-পুরুষ ও শিশুদের নিরাপদে উদ্ধার করা হয়। কোস্টগার্ড জানিয়েছে, উদ্ধারকৃতদের তথ্য সংগ্রহের পাশাপাশি চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে এবং যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে হস্তান্তর করা হবে।
টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার জানান, এই ঘটনায় বিস্তারিত সংবাদ সম্মেলন শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় কেরনতলী কোস্টগার্ড স্টেশনে অনুষ্ঠিত হবে।