
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপিত প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। এটি গাজায় স্থায়ী ও নিঃশর্ত যুদ্ধবিরতির ষষ্ঠ প্রয়াসে ভেটো, যেখানে প্রস্তাবটি অনুমোদন পায়নি। প্রস্তাবে সকল পক্ষের সম্মতিতে অবিলম্বে যুদ্ধবিরতি, হামাসের হাতে আটক বন্দিদের মুক্তি এবং মানবিক সহায়তা সরবরাহে ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছিল।
নিরাপত্তা পরিষদের অন্য ১৪ সদস্য প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে। মার্কিন উপ-বিশেষ দূত মরগান ওর্টাগাস বলেন, প্রস্তাবটি হামাসের নিন্দা করতে ব্যর্থ হয়েছে এবং ইসরাইলের আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দেয়নি। হামাসের মিথ্যা বর্ণনাকে বৈধতা দেয়ার অভিযোগও তুলে ধরে তিনি বলেন, এটি দুঃখজনকভাবে নিরাপত্তা পরিষদে জনপ্রিয়তা পেয়েছে।
প্রায় দুই বছর ধরে গাজায় ইসরাইলের আগ্রাসনে নিহতের সংখ্যা ৬৫ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ১ লাখ ৬৫ হাজার ৯২৫ জন। ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিনা মার্কুস লাসেন জাতিসংঘে বলেছেন, গাজায় দুর্ভিক্ষ এখন নিশ্চিত একটি বিষয়। অনুমান নয়, ঘোষণা নয়, এটি নিশ্চিত বাস্তবতা।
সূত্র: আল জাজিরা, রয়টার্স