
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বাণিজ্যিক নগরী মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে অবস্থিত অ্যাপল স্টোরে গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) আইফোন ১৭ সিরিজের উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের মধ্যে ব্যাপক ভিড় ও বিশৃঙ্খলা দেখা গেছে। নতুন মডেলটি বাজারে আসার পর, বিশেষ করে প্রো ম্যাক্স মডেলটি, ক্রেতাদের মধ্যে উচ্চ চাহিদা সৃষ্টি করেছে।
ভিডিও ফুটেজে দেখা যায়, স্টোরের সামনে ক্রেতারা একে অপরকে ধাক্কা দিয়ে প্রবেশের চেষ্টা করছেন। নিরাপত্তাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছিলেন। একজন ক্রেতা নিরাপত্তাকর্মীর খোঁজ করছিলেন, আর পেছনে মারামারি চলছিল। একজন লাঠিধারী গার্ড একা ভিড় সামলাতে হিমশিম খাচ্ছিলেন। এ সময় সাদা-কালো শার্ট পরা আরেকজনকে কমব্যাট পোশাকধারী সশস্ত্র নিরাপত্তারক্ষী টেনে বের করে নিয়ে যায়।
নতুন আইফোন ১৭ সিরিজের মধ্যে আইফোন ১৭, আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স এবং নতুন ‘আইফোন এয়ার’ অন্তর্ভুক্ত রয়েছে। প্রো মডেলে অ্যালুমিনিয়ামের বডি, বড় ব্যাটারি এবং নতুন ফুল-উইডথ ক্যামেরা প্ল্যাটো যুক্ত করা হয়েছে।
সূত্র: রয়টার্স