
আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, এনসিপি তার লক্ষ্য ও নীতির সঙ্গে মিলিয়ে এগোবে। বর্তমানে কোনো জোটভিত্তিক ভাবনা নেই। তিনি বলেন, যাদের মতাদর্শ আমাদের সঙ্গে মেলে, তারা চাইলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। তিনি আগামী জুলাই মাসের গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংস্কারের আইনি ভিত্তি নিশ্চিত করতে চাইছেন।
শুক্রবার রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে এক সমন্বয় সভা শেষে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম। সভায় জেলা ও উপজেলার সমন্বয়ক কমিটির প্রতিনিধি, যুব ও ছাত্র সংগঠনসহ এনসিপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নাহিদ ইসলাম বলেন, গণপরিষদ ও জাতীয় নির্বাচন একসাথে আয়োজনের প্রস্তুতির জন্য সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা প্রতিটি উপজেলায় ‘উঠান বৈঠক’ কর্মসূচি চালাচ্ছি। আমাদের ২৪ দফা কর্মসূচি বাস্তবায়ন করতে আমরা মানুষের দুয়ারে পৌঁছাব।” তিনি আরও জানান, নিম্নকক্ষে পিআর চাই না এবং জামায়াত ইসলামীসহ যুগপৎ আন্দোলনকারী দলগুলোর সঙ্গে আমরা নেই।
এছাড়া, তিনি উচ্চকক্ষে পিআরের মাধ্যমে সংসদে অংশগ্রহণমূলক ব্যবস্থা দেখতে চাইছেন। তিনি জানান, নিবন্ধন প্রক্রিয়া চলমান এবং শাপলা প্রতীক পেতে আশা প্রকাশ করেছেন। নাহিদ বলেন, গণমাধ্যম আমাদের শেষ ভরসা। আমরা হারাইনি, বরং দ্বিগুণ গতিতে এগিয়ে যাচ্ছি। মাঝের সময়টা প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেছি।
সভায় নাহিদ ইসলাম জুলাই মাসের গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তির কথা স্মরণ করেন। তিনি বলেন, দল গঠনের এক বছর শেষে আত্মমূল্যায়ন ও সমালোচনা করা প্রয়োজন। এর মধ্যে শারীরিক ও সাংগঠনিক সীমাবদ্ধতা ছিল, তবে তারা আগামী দিনে ভুল এড়িয়ে চলার চেষ্টা করবেন।
তিনি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনকে দলের একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের ফলাফল আশানুরূপ না হলেও তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে ছাত্র নেতৃত্ব গড়ে উঠবে।