
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম (লোহাগাড়া) থেকে: দেশের জন্য ধর্মের প্রয়োজনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বতীকালী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ. ফ. ম খালিদ হোসেন। তিনি বলেন, মুসলমানরা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে এবং একে অপরের বিরুদ্ধে বিরুদ্ধাচার না করে কালেমার তলে উম্মতে মোহাম্মদীকে এক হতে হবে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতির শাহ মনজিলে অনুষ্ঠিত ১৯ দিনব্যাপী ৫৫তম ঐতিহাসিক আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.) এর ১৬তম দিবসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. আ. ফ. ম খালিদ হোসেন আরও বলেন, আপনার দল আলাদা হতে পারে, পীর আলাদা হতে পারে। কিন্তু ধর্মের প্রয়োজনে, দেশের বৃহত্তর স্বার্থে আমি এবং আপনি এক ও অভিন্ন। সুযোগ বার বার আসে না। প্রায় ৫০ বছর অপেক্ষার পর স্বাধীনতার পর ২০২৫ সাল উম্মতে মোহাম্মদীর জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে। তাই আমরা এ সুযোগকে কাজে লাগাতে না পারলে আরও শত বছর পিছিয়ে যেতে হবে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আজ আমাদের আকাশে নতুন সূর্য উদিত হয়েছে। সেই সূর্যের তেজে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করবো। সেই বাংলাদেশ হবে ইসলামের আদর্শে গড়া। আমরা চাই এই প্রিয় দেশকে খোলাফায়ে রাশেদীনের ন্যায় নেতৃত্বের আলোকে, রাসুলুল্লাহ (সা.) এর সীরাতের মসজিদে নববীর আদলে সাজাতে। আমরা চাই এমন একটি দেশ যেখানে থাকবে বৈষম্যহীন, লুটতরাজবিহীন ও জুলুমমুক্ত পরিবেশ, যেখানে মানুষের মৌলিক অধিকার সুসংরক্ষিত থাকবে।
মাহফিলে সভাপতিত্ব করেন বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা বদিউল আলম জিহাদী।
১৯ দিনব্যাপী এই মাহফিলের সূচনা ১৯৭২ সালে শাহ হাফেজ আহমদ (শাহ সাহেব কেবলা) দ্বারা চট্টগ্রামের লোহাগাড়ার চুনতীতে শুরু হয়। মাহফিলে রাসুল (সা.) এর জীবন ও কর্ম, কোরআনের শিক্ষা প্রচারসহ বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রতিবছরের ন্যায় এই বছরও মাহফিলের কার্যক্রম ৪ সেপ্টেম্বর শুরু হয়ে ২২ সেপ্টেম্বর আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।




























