
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের একটি এক্সপ্রেস ট্রেনে ঘটল এক অদ্ভুত ঘটনা। দিল্লি থেকে পুরীর পথে ছুটে চলা পুরুষোত্তম এক্সপ্রেসের প্রথম শ্রেণির এসি কামরায় ভ্রমণ করছিলেন তিন যাত্রী। ভ্রমণের জন্য রেলওয়ের পক্ষ থেকে দেওয়া চাদর, কম্বল ও তোয়ালে গোপনে নিজেদের ব্যাগে ভরে নেমে যাওয়ার চেষ্টা করেন তারা। কিন্তু স্টেশন প্ল্যাটফর্মেই ধরা পড়ে যায় তাদের কাণ্ড।
রেলকর্মীরা যাত্রীদের ব্যাগ পরীক্ষা করে একে একে বের করে আনেন রেলের সব সম্পত্তি। মোট চার সেট চাদর, তোয়ালে ও কম্বল উদ্ধার হয়। এ সময় রেলকর্মীরা যাত্রীদের সতর্ক করে বলেন, হয় ৭৮০ টাকা জরিমানা দিতে হবে, নয়তো জিনিসগুলো ফেরত দিতে হবে। প্রথমে এক যুবক দাবি করেন, তার মা ভুল করে ব্যাগে এগুলো ঢুকিয়েছেন। কিন্তু কর্মীরা তা মানতে রাজি হননি। বরং প্রশ্ন তোলেন, প্রথম শ্রেণির এসি কামরার যাত্রী হয়ে, আবার তীর্থযাত্রায় যাচ্ছেন, তারপরও এমন কাজ কি মানায়?
শেষ পর্যন্ত যাত্রীরা বাধ্য হয়ে ব্যাগ থেকে চাদর, কম্বল ও তোয়ালে বের করে দেন। রেলকর্মীরা এগুলো জব্দ করেন এবং যাত্রীদের কড়া সতর্কবার্তা দেন।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই তুমুল সমালোচনা শুরু হয়। অনেকেই মন্তব্য করেন, এ ধরনের যাত্রীদের আজীবনের জন্য ট্রেন ভ্রমণ থেকে নিষিদ্ধ করা উচিত।
এদিকে ভারতের রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি তদন্তাধীন এবং অভিযুক্ত যাত্রীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: আনন্দবাজার




























