
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বরিশাল নগরীতে নিষিদ্ধ কার্যক্রম অমান্য করে আওয়ামী লীগের কয়েকজন কর্মী মশাল মিছিল বের করার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রোববার (২১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন ঢাকা-কুয়াকাটা মহাসড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ১৫ থেকে ২০ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী মশাল হাতে মিছিল শুরু করলে বিএনপি কর্মীরা ধাওয়া দেয়। পালানোর সময় চারজনকে আটক করা হয়। পরে তাদের মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
আটককৃতরা হলেন, বানারীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক সুমন শেখ (৪০), নগরীর কাশিপুর চহঠা এলাকার ছাত্রলীগ কর্মী শাহাদাত হোসেন অপু (১৯), বানারীপাড়ার চাখার এলাকার যুবলীগ কর্মী সজীব হাওলাদার (৩৭) এবং কাশিপুর পশ্চিম চহঠা এলাকার আওয়ামী লীগ সমর্থক সাকির হোসেন সনেট (৩৮)।
বরিশাল মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জানান, সড়ক ও জনপথ বিভাগের ফেরি অফিসের সামনে থেকে মিছিল শুরু হয়। এটি বাস টার্মিনালের দিকে এগোতেই ছাত্র-জনতা প্রতিরোধ করে এবং চারজনকে ধরে ফেলে।
এয়ারপোর্ট থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মী মশাল মিছিলের চেষ্টা করেছিলেন। চারজনকে আটক করা হয়েছে। তদন্তের পর তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




























