
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: শরীয়তপুরের গোসাইরহাটে দীর্ঘ ২৫ বছর ইমামতি করার পর মসজিদের ইমাম মাওলানা আব্দুছ ছালাম আজাদকে ঘোড়ার গাড়িতে চড়ে রাজকীয় বিদায় দেওয়া হয়েছে। স্থানীয়দের এমন ব্যতিক্রমী আয়োজন এখন আলোচনা ও প্রশংসার বিষয় হয়ে উঠেছে।
গত বুধবার (২৪ সেপ্টেম্বর) আসরের নামাজ শেষে হাটুরিয়া উত্তর বাজার জামে মসজিদ প্রাঙ্গণে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। এলাকাবাসী জানায়, ইমাম আজাদ দুই যুগেরও বেশি সময় ধরে ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেছেন। শুরুতে একটি ছোট টিনশেড মসজিদে অল্প বেতনে ইমামতি শুরু করলেও আজকের দিনে তিনি সমাজের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন।
ইমাম সাহেবকে বিদায় জানাতে তার হাতে তুলে দেওয়া হয় ২ লাখ ৩ হাজার টাকা ও নানান উপহারসামগ্রী। পরে রঙিন বেলুনে সাজানো একটি ঘোড়ার গাড়িতে তাকে উঠিয়ে গ্রামের যুবকেরা মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে বাড়ি পৌঁছে দেন।
আবেগঘন কণ্ঠে মাওলানা আব্দুছ ছালাম আজাদ বলেন, আমার জীবনের বড় একটি অংশ এ মসজিদ আর গ্রামের মানুষের সঙ্গে কেটেছে। আমি সবসময় আল্লাহর দ্বীনের খেদমতে নিয়োজিত ছিলাম। এমন সম্মান পেয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই আমার জন্য দোয়া করবেন।
স্থানীয় আহ্বায়ক কমিটির সদস্য সৈয়ব মিয়া ও আনিছুর রহমান সিকদার জানান, ইমাম সাহেব শুধু নামাজ পড়াতেন না, সমাজে সঠিক দিকনির্দেশনাও দিতেন। তার দীর্ঘ অবদানের স্বীকৃতিস্বরূপ আমরা এ বিদায় আয়োজন করেছি।
গ্রামবাসীর মতে, একজন ইমামের প্রতি এমন সম্মান প্রদর্শন সমাজে একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।




























