
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ভারতের বিরুদ্ধে চারটি গুরুতর অভিযোগ তুলেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে এ অভিযোগগুলো উত্থাপন করেন প্রধান উপদেষ্টা। উল্লেখ্য, এক মাস আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সার্জিও গোরকে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেন।
ড. ইউনূসের অভিযোগগুলোর মধ্যে রয়েছে..
বাংলাদেশের জুলাই গণবিপ্লব নিয়ে ভারতের অবস্থান: তিনি বলেন, গত বছরের গণবিপ্লবকে ভারত ভালোভাবে নেয়নি। এর জেরে ঢাকা-দিল্লি সম্পর্কের অবনতি হয়েছে।
ভুয়া খবর ছড়ানো: ভারতীয় গণমাধ্যমের ভুয়া খবর পরিস্থিতি আরও খারাপ করেছে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। তার দাবি, ভারত থেকে অনেক বিভ্রান্তিকর খবর প্রচারিত হয়েছে। এমনকি গণবিপ্লবকে ইসলামি আন্দোলন বলে প্রোপাগান্ডা চালানো হয়েছে।
শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার প্রসঙ্গেও কটাক্ষ করেন তিনি। ইউনূসের দাবি, হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণেই নতুন সমস্যা তৈরি হয়েছে এবং এতে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে।
সার্কের অচলাবস্থা: দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের স্থবিরতা নিয়েও অভিযোগ করেন ড. ইউনূস। তার মতে, একটি দেশের রাজনৈতিক কারণে জোটটি কার্যত অচল হয়ে পড়েছে। সর্বশেষ সার্ক সম্মেলন হয় ২০১৪ সালে। ২০১৬ সালের নির্ধারিত সম্মেলনটি উরি হামলার পর বাতিল হয়, তখন থেকেই সার্ক কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়ে।
ইউনূস আরও বলেন, ভারত এখন সার্কের পরিবর্তে বিমসটেককে বেশি গুরুত্ব দিচ্ছে। এমনকি দক্ষিণ এশীয় নানা বিষয়ে ভারত বিমসটেকের মাধ্যমেই বাংলাদেশকে বার্তা পাঠাচ্ছে।
উল্লেখ্য, সম্প্রতি বিমসটেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।




























