
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক::দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ-পাকিস্তান দ্বৈরথে তাসকিন আহমেদ আবারো ছাপ রেখে গেলেন। ইনিংসের মাত্র প্রথম ওভারেই পাকিস্তানের ওপেনার শাহিবজাদা ফারহানকে আউট করে দলকে সাফল্যের সূত্র ধরান এই গতিময় পেসার।
ম্যাচের ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে পাকিস্তান দলে নেমে আসে আতঙ্ক। আর এই মুহূর্তে তাসকিনের ঘূর্ণিতে আছড়ে পড়া বোলিং পাকিস্তান দলের ব্যাটসম্যানদের দাপটই কেড়ে নিয়েছে।
আজকের পারফরম্যান্সে তাসকিন আহমেদ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার ক্যারিয়ারের ৮২তম ম্যাচে ১০০তম উইকেট শিকার সম্পন্ন করেন। এটা বাংলাদেশের পেস বোলিং ইতিহাসে একটি বিশেষ মাইলফলক।
৩০ বছর বয়সী এই পেসার ২০১৪ সালের ১লা এপ্রিল থেকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলছেন। ওয়ানডে ক্রিকেটে ৮১ ম্যাচ খেলে ১১৮টি উইকেট এবং ১৭টি টেস্টে ৪৯ উইকেট শিকার করেছেন। আজকের ম্যাচের পর আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ১৮০ ম্যাচে সবমিলে ২৬৬ উইকেটে পৌঁছালেন তাসকিন।
এই ম্যাচটি দুই দলের জন্য ছিল অঘোষিত সেমিফাইনাল। হেরে গেলে বিদায়, আর জিতলে বাংলাদেশ এশিয়া কাপে চতুর্থবারের মতো ফাইনালে। সেই চাপে প্রতিটি বোলিং এবং ব্যাটিং মুহূর্তই ছিল খুব গুরুত্বপূর্ণ।
তাসকিনের এই স্পেশাল সেঞ্চুরি এবং ঘূর্ণিময় বোলিং বাংলাদেশকে ফাইনালের পথে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাচ্ছে।





























