
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশের এক সাবেক সরকারি কর্মকর্তা প্রায় চার দশক ধরে চলা ঘুষ মামলার অবসান ঘটালেন। মাত্র ১০০ টাকার ঘুষ নেওয়ার অভিযোগে ৩৯ বছরের দীর্ঘ আইনি লড়াই শেষে অবশেষে তিনি হাইকোর্টে নির্দোষ প্রমাণিত হয়েছেন।
১৯৮৬ সালে অভিযোগ ওঠে, পরিবহন করপোরেশনের বিলিং সহকারী জগেশ্বর প্রসাদ অবস্থি এক কর্মচারীর বকেয়া বিল নিষ্পত্তির জন্য ঘুষ দাবি করেছিলেন। দীর্ঘ তদন্ত শেষে ২০০৪ সালে ছত্তিশগড়ের এক নিম্ন আদালত তাকে এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানার সাজা দেয়। তবে সেই রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করেছিলেন।
সম্প্রতি হাইকোর্টের বিচারপতি বিভু দত্ত গুরু মামলার নথি পর্যালোচনা করে রায় দেন যে, অভিযোগ প্রমাণ করার মতো কোনো শক্ত প্রমাণ উপস্থাপন করা যায়নি। আদালত উল্লেখ করেন,
মামলায় কোনো স্বাধীন সাক্ষী ছিল না।
ছায়া সাক্ষী স্বীকার করেছেন তিনি সরাসরি ঘুষ নেওয়ার ঘটনা দেখেননি।
সরকারি সাক্ষীরা ঘটনাস্থলের কাছাকাছি ছিলেন না।
জব্দ করা টাকা আসলে একটি ১০০ টাকার নোট নাকি দুটি ৫০ টাকার নোট, সেটি নিয়েও অসঙ্গতি ছিল।
সবচেয়ে বড় বিষয়, অভিযোগের সময় জগেশ্বর প্রসাদের কোনো বিল অনুমোদনের ক্ষমতাই ছিল না।
দীর্ঘ লড়াই শেষে স্বস্তি প্রকাশ করে তিনি বলেন, বছরের পর বছর এই অভিযোগ আমাকে তাড়িয়ে বেড়িয়েছে। অবশেষে সত্যের জয় হলো।
বিশ্লেষকদের মতে, এই রায় আবারও প্রমাণ করেছে, ন্যায়বিচার পেতে দেরি হলেও তা কখনো অস্বীকার হয় না।
সূত্র: NDTV




























