
আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি: কুমিল্লার তিতাস উপজেলায় পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে গৌরিপুর-হোমনা সড়ক প্রদক্ষিণ শেষে কড়িকান্দি ব্রিজ এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা দাবি করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে আয়োজন করতে হবে। পাশাপাশি সংসদের উভয় কক্ষে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি চালু, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা, সরকারের গণহত্যা ও দুর্নীতির বিচারসহ মোট পাঁচ দফা দাবি তুলে ধরেন তারা।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শামীম সরকার। এসময় হোমনা উপজেলা আমীর মাওলানা কাজী সাইদুল হক, উপজেলা সেক্রেটারি সালাউদ্দিন সরকার, সহ-সচিব শাহাদাত হোসেন, উপজেলা ব্যবসায়ী ফোরামের সভাপতি মুহাম্মদ ছবির হোসেন ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোশারফ হোসেন মুন্সীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




























