
আওয়ার টাইমস নিউজ।
রাজনীতি ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রবাসী বাংলাদেশীদের ভোটার হিসেবে নিবন্ধন করাতে দলীয় নেতাকর্মীদের কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছেন।
রোববার (২৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুরে নিউইয়র্ক থেকে মোবাইল ফোনে দলের নেতাকর্মীদের সঙ্গে আলাপ করে তিনি এই নির্দেশ দেন। ফোনালাপে তারেক রহমান বলেন, প্রবাসী বাংলাদেশীদের ভোটার বানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জোর দিয়ে বলেন, “শুধু নির্দেশ দেওয়াই যথেষ্ট নয়, সবাইকে কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসীদের ভোটার হিসেবে নিবন্ধন নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও দূতাবাস ও কনস্যুলেট অফিসের সঙ্গে যোগাযোগ করতে হবে।”
এসময় তারেক রহমান উল্লেখ করেন, “বাংলাদেশে নির্বাচনের সময় যেভাবে প্রার্থী বা দলীয় প্রতিনিধিরা ঘরে ঘরে ভোট চায় বা ভোটার লিস্টের নাম সরবরাহ করে, সেইভাবে প্রবাসীদের ক্ষেত্রে কাজ করতে হবে। অনেকের এনআইডি তৈরি করতে হবে এবং যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই কাজ করবে।”
তিনি আরও বলেন, “প্রবাসে ৫০ লাখ ভোটার আছেন। বাংলাদেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৫০ লাখ। প্রবাসীদের অন্তর্ভুক্ত করলে ভোটার সংখ্যা পৌঁছাবে প্রায় ১৩ কোটি, যা বিরাট এক প্রভাব ফেলবে। এজন্য আপনাদের সক্রিয়ভাবে কাজ করতে হবে এবং নির্বাচন কমিশনের নিয়মাবলী বোঝার পর যথাযথ সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হবে।”
এই ফোনালাপে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, মহিলা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মমতাজ আলো, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেট বিএনপির নেতা রিয়াজ মাহমুদ, জিল্লুর রহমান জিল্লু, গিয়াস আহমেদ, সবুর খান, জসীম উদ্দিন ভূঁইয়া, অলিউল্লাহ আতিকুর রহমান, আহবাব চৌধুরী খোকন, আবু সাঈদ আহমেদ, সাইদুর রহমান সাইদ, বদিউল আলম, ফয়েজ চৌধুরীসহ অন্যান্য স্টেট বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
নেতাকর্মীরা ফোনালাপে সক্রিয়ভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন এবং প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রমের সফল বাস্তবায়নে মনোযোগ দেওয়ার অঙ্গীকার করেন।