
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকায় ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হামাসের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দুই সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও নয় সেনা আহত হওয়ার খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সোমবার সন্ধ্যায় হঠাৎ এই হামলা চালানো হয়।
হিব্রু সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গাজা শহরের আল-জালা এলাকায় সেনাদের ট্যাঙ্কে হামলা চালানো হয়। এতে গুরুতর আহতদের হেলিকপ্টারে করে ইয়াকভ হাসপাতালে নেওয়া হয় এবং পরে তাদের সোরোকা হাসপাতালে স্থানান্তর করা হয়।
টাইমস অব ইসরাইল জানায়, একই দিনে গাজার একটি সেনা শিবিরেও হামাসের হামলায় পাঁচজন গুরুতর এবং ছয়জন সামান্য আহত হন। কয়েক ঘণ্টা আগে উত্তর গাজা থেকে দুটি রকেট ছোড়া হয়েছিল, এরপরই এ হামলা হয়। গত এক সপ্তাহের মধ্যে ইসরাইলি বাহিনী এ ধরনের দ্বিতীয় বড় আঘাতের মুখে পড়ল।
ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, হামলার সময় তাদের সেনারা বন্দুকধারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই সেনা প্রাণ হারান, একজন ট্যাংক শেলের আঘাতে এবং আরেকজন সরাসরি গুলিবিনিময়ে। তবে হামাসের সদস্যরা পরবর্তীতে পালিয়ে যায়। আইডিএফ দাবি করেছে, পালিয়ে যাওয়া তিনজন হামাস যোদ্ধাকে ধরতে অভিযান চলছে।
বিশ্লেষকরা মনে করছেন, গাজার পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে এবং আসন্ন দিনগুলোতে সহিংসতা বাড়ার ঝুঁকি রয়েছে।
সূত্র: টাইমস অব ইসরাইল





























